সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সঙ্গে পরিচালনা পর্ষদের সভা
সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) সঙ্গে পরিচালনা পর্ষদের ১৮তম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। সভায় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন পর্ষদ সদস্য, ডিএমডি এবং প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয় ও মাঠ পর্যায়ের সব জিএমসহ এসএমটি কমিটির সদস্যরা।


