শিরোনাম

South east bank ad

শুরুর দিনই উৎপাদন সক্ষমতা বৃদ্ধির প্রত্যয়ে আকিজ বাথওয়্যার

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

শুরুর দিনই উৎপাদন সক্ষমতা বৃদ্ধির প্রত্যয়ে আকিজ বাথওয়্যার

আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ বাথওয়্যার গতকাল আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে দ্রুতই আকিজ বাথওয়্যারের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির প্রত্যয় জানিয়েছেন আকিজ গ্রুপের এমডি শেখ বশির উদ্দিন।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে রোসা ফসেটস ও বাথওয়্যারের উদ্বোধন হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালসের ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, আকিজ গ্রুপের ডিএমডি সামসুদ্দিন আহমেদ, প্রকল্পের নির্বাহী পরিচালক এমআর জামিল, আকিজ বাথওয়্যারের হেড অব সেলস  মোস্তাফিজুল আরেফিন, ব্র্যান্ড লিড রোসা গোলাম রাব্বানী প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, আকিজ গ্রুপের নতুন অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বাথওয়্যার লিমিটেড বাজারে নিয়ে এসেছে আন্তর্জাতিক মানের রোসা ফসেটস ও বাথওয়্যার পণ্য। প্রতিটি ফসেট বিশ্বমানের উপাদান এবং সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রাংশ দিয়ে তৈরি।

অনুষ্ঠানে আকিজ গ্রুপের এমডি শেখ বশির উদ্দিন বলেন, আকিজ গ্রুপের বয়স ৮০ বছর। আকিজ বাথওয়্যার একটা নতুন কোম্পানি। আজ আমরা প্রথম বাজারে পদার্পণ করছি।  প্রায় চার বছর ধরে প্রকল্পটি নিয়ে কাজ করেছি। এর মধ্যে দেড় বছর আমরা শুধু পণ্যের ওপরে গবেষণা করেছি। বাংলাদেশের পানির গুণাগুণ বোঝার জন্য বিশ্বের সবচেয়ে নামকরা প্রতিষ্ঠানের একজনকে আমরা প্রায় দেড় বছর ধরে কাজে লাগিয়েছি। বাংলাদেশের পরিবেশ বিশেষ করে উপকূল অঞ্চলে স্যালাইনিটি একটা সমস্যা। এ বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছি। এজন্য দেড় বছর সময় নিয়েছি। দেড় বছর পর কার্যকারিতায় রূপান্তর ঘটিয়েছি। প্রকল্পটি উন্নয়নে প্রায় দুই থেকে আড়াই বছর সময় নিয়েছি।

আমার বাবা বিশ্বাস করতেন বাংলাদেশী ভোক্তারা আরো অনেক ভালো কিছু ডিজার্ভ করে। তারা অনেক বেশি কিছু পাওয়ার যোগ্য উল্লেখ করে শেখ বশির উদ্দিন বলেন, আকিজ বাথওয়্যারের পণ্যে যে গ্যারান্টি দিচ্ছি আশা করি তার চেয়েও বেশি সময় পণ্যটি ব্যবহার করা যাবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: