ভিআরসি আয়োজিত মালয়েশিয়ান স্টাডি এক্সপো ২০২২ অনুষ্ঠিত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকার ইম্পেরিয়ান হোটেলে হয়ে গেলো ভিআরসি আয়োজিত মালয়েশিয়ান স্টাডি এক্সপো ২০২২। মালয়েশিয়ার টপ র্যাংকড ৪ টি ইউনিভার্সিটি উপস্থিত ছিলো এই আয়োজনে।
ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম টেইলরস ইউনিভার্সিটি ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ইনোভেসন (এপিও)।
দিনভর উৎসবমুখর পরিবেশে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে বিদেশে স্টাডি করার জন্য প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পেরেছে এসকল নামকরা ইউনিভার্সিটির প্রতিনিধি থেকে!
এসময় উপস্থিত ছিলেন ভিসা রিপাব্লিক সেন্টার এর ব্যাবস্থাপনা পরিচালক সামিয়াল খান।
সামিয়াল খান বলেন, বিদেশে শিক্ষার জন্য শিক্ষার্থীদের সঠিক তথ্য দিয়ে হ্যাসেল ফ্রি প্রসেস করার জন্য Vrc কাজ করে যাচ্ছে!