কমিউনিটি ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ‘বাংলাদেশ ব্যাংক কম্প্রিহেনসিভ ইন্সপেকশন কমপ্লায়েন্স’ শীর্ষক একটি বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ একাডেমিতে সম্প্রতি দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির (বিবিটিএ) ঢাকা কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশের এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিবিটিএর যুগ্ম পরিচালক মো. ফরহাদ হোসেনও উপস্থিত ছিলেন।