শিরোনাম

South east bank ad

উই ফোরাম সদস্যদের পণ্য ৪৮ ঘন্টায় দেশজুড়ে হাইস্পিড ডোরস্টেপ ডেলিভারি দিবে পেপারফ্লাই

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্ড ইকমার্স (উই) ফোরামের সদস্য প্রতিষ্ঠানসমূহের পণ্য দেশের যেকোন ঠিকানায় ৪৮ ঘন্টার মধ্যে পৌঁছাবে স্মার্ট লজিস্টিক প্রতিষ্ঠান পেপারফ্লাই।

দ্বিপাক্ষিক সেবা উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি উই ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা এবং পেপারফ্লাইয়ের ভাইস প্রেসিডেন্ট মেসবাউর রহমান একটি চুক্তি স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মকর্তারা জানান,উই সদস্যদের জন্য থাকছে পরবর্তী দিনে গ্যারেন্টেড ডেলিভারি, নাহলে কোন ডেলিভারি চার্জ নিবে না পেপারফ্লাই। সেলারওয়ান ফিচারের আওতায় বিশেষ রেটে একঘন্টার মধ্যে মার্চেন্ট পেমেন্ট করবে পেপারফ্লাই। পাশাপাশি 'পেপারফ্লাই গো' অ্যাপ এর বিশেষ সুবিধা পাবেন উই সদস্যরা।

উই সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, “ডিজিটাল মাধ্যমে দেশজুড়ে গড়ে ওঠা নারী উদ্যোক্তাদের চাহিদা পূরনে কাজ করছে সংগঠনটি।

দেশের ইকমার্সখাতের প্রসারের সাথে সাথে নারী উদ্যোক্তাদের জন্য ‘সেন্টার অব নলেজ’ হিসেবে তাদের সংগঠন পরিচিতি পেয়েছে বলে দাবি করেন তিনি।“

ভাইস প্রেসিডেন্ট মেসবাউর রহমান বলেন, “দেশজুড়ে নারী উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী লজিস্টিক সেবা প্রদানের মাধ্যমে নতুন অভিজ্ঞতা লাভ করবে পেপারফ্লাই।“

দেশজুড়ে ২১৬ টি ডেলিভারি পয়েন্টের মাধ্যমে যেকোন আকারের পার্সেল, কুরিয়ার, কার্গো, ৪৫৫৪ টি ইউনিয়নের যেকোন ঠিকানায় ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রাহকের ডোরস্টেপে পৌঁছে দিতে পেপারফ্লাইয়ের সক্ষমতা প্রমানিত বলে জানান তিনি, যা বর্তমানে দ্রুততম।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: