থাই রাষ্ট্রদূত মাকাওয়াডি সামিটমোরের সঙ্গে বিটিসিসিআই পর্ষদের সৌজন্য সাক্ষাৎ
সম্প্রতি বাংলাদেশে নবনিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াডি সামিটমোরের সঙ্গে বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিটিসিসিআই) পরিচালনা পর্ষদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বিটিসিসিআইয়ের সভাপতি ও ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শাহজাহান খানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন বিটিসিসিআইয়ের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সহসভাপতি এমএ মোমেন, বিটিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রাশেদ মাকসুদ খান, বিটিসিসিআইয়ের সম্মানিত পরিচালক খেমাথাট আর্চওয়াথামরং, বিটিসিসিআইয়ের পরিচালক শামিমা রহমান, এম সালিম সুলাইমান, হোসাইন এ শিকদার, কিয়াতকাটি চোপনাম, মো. জুনায়েদ ইবনে আলী, মো. আহসানুজ্জামান, জুবাইর হাসান চৌধুরী, ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া এবং সে