শিরোনাম

South east bank ad

নগদে পরিশোধ হবে ঢাকা কলেজের সব ফি

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ঢাকা কলেজের সব ধরনের ফি এখন ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা। কলেজটির ১২ হাজার শিক্ষার্থী তাদের সুবিধাজনক সময়ে যেকোনো স্থান থেকে মাসিক বেতনসহ সব ধরনের ফি পরিশোধ করতে পারবেন।

শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের বেতন ব্যবস্থাপনা আরও সহজ ও সাশ্রয়ী করবে 'নগদ'। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখন থেকে 'নগদ' অ্যাপ অথবা *১৬৭# ডায়াল করে কলেজ ফি ও অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন।

সম্প্রতি ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার এবং 'নগদ'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন ও 'নগদ'-এর হেড অব ইউটিলিটি অ্যান্ড এডুকেশন পেমেন্ট সোহায়েল এস তাসনিম।

ফি পরিশোধ করতে 'নগদ' অ্যাপের পে-বিল আইকন থেকে এডুকেশনে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা থেকে ঢাকা কলেজ নির্বাচন করা যাবে। এরপর শিক্ষার্থীর তথ্য, টাকার পরিমাণ ও পিন দিয়ে বেতন পরিশোধ করা যাবে। ফি দেওয়া হয়ে গেলে ডিজিটাল রিসিট ডাউনলোড করে সংরক্ষণের সুযোগ রয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ ফি পরিশোধে প্রয়োজনীয় তথ্য অ্যাপে সংরক্ষণ করে রাখা যাবে।

দেশের ৪০০ প্রতিষ্ঠানকে ফি পরিশোধ সেবা দিয়ে আসছে 'নগদ'। এই ডিজিটাল ফি পরিশোধ ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেতন ব্যবস্থাপনায়ও গতি নিয়ে এসেছে।

যেসব গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন না, তাদের ফি প্রদানের জন্য *১৬৭# ডায়াল করার পর মেন্যু থেকে ৫ নম্বরে বিল পে অপশনে যেতে হবে। সেখানে ৬ নম্বরে থাকা 'এডুকেশন' অপশনে গেলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসবে। প্রতিবার পাঁচটি করে নাম আসবে এবং তালিকায় নিচের দিকে থাকলে ইংরেজি অক্ষর D প্রেস করে ঢাকা কলেজের নাম পাওয়া যাবে। সেখানে শিক্ষার্থীর পরিচয় সংক্রান্ত কিছু তথ্য দিলেই সহজেই বিল প্রদান কার্যক্রম সম্পন্ন হবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: