শিরোনাম

South east bank ad

গ্রামীণফোন ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর মধ্যে চুক্তি

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

গ্রামীণফোন ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর মধ্যে চুক্তি

গ্রামীণফোনের মেশিন-টু-মেশিন (এমটুএম) সলিউশনের মাধ্যমে সিকিউরড ইন্টারনেট সেবা ‘স্মার্ট কানেক্ট’ গ্রহণ করতে চুক্তিবদ্ধ হয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এর মাধ্যমে ব্যাংকিং সেবাকে আরো যুগোপযোগী, সহজতর ও ডিজিটালাইজড করবে রাকাব।

সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর আওতায় গ্রামীণফোন রাকাবের ৩৮৩টি শাখাসহ ব্যাংকের প্রধান কার্যালয়ে নিরবচ্ছিন্ন ও নিরাপদ ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন)’ সেবা প্রদান করবে। ফলে ব্যাংকিং কার্যক্রম হবে আরো উন্নত ও গ্রাহকবান্ধব। ‘স্মার্ট কানেক্ট’ প্রযুক্তি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলজুড়ে ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

এ নিয়ে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান বলেন, দেশজুড়ে কানেক্টিভিটির মাধ্যমে ডিজিটাল সেবা নিশ্চিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে গ্রামীণফোন। তাদের ডিজিটাল রূপান্তরের যাত্রায় গ্রামীণফোনকে সুযোগ দেয়ায় আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রতি কৃতজ্ঞ। গ্রামীণফোন ও রাকাব উভয় প্রতিষ্ঠান ডিজিটালাইজেশনের সক্ষমতায় বিশ্বাসী। আমাদের চুক্তিটি তারই প্রমাণস্বরূপ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছ এবং গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান। অনুষ্ঠানে রাকাবের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন গ্রামীণফোনের রাজশাহী সার্কেল বিজনেস হেড আশফাকুজ্জামান চৌধুরী, ডিরেক্টর বিজনেস ডিভিশন এম শাওন আজাদ, হেড অব বিজনেস গভর্ন্যান্স মোহাম্মদ সিরাজ উদ্দিন লস্কর, সার্কেল এইচ আর হেড ফয়সাল আহমেদ, রাজশাহী সার্কেল এসএমই হেড মো. আশরাফ হোসাইন (মিশু), কি অ্যাকাউন্ট ম্যানেজার আরিফুল হক মজুমদারসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: