শিরোনাম

South east bank ad

গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধেঃ লাশ ফেলে পালালো স্বামী

 প্রকাশ: ১০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধেঃ লাশ ফেলে পালালো স্বামী

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):

রাজবাড়ীর সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ব্রামনদিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী সজিব শেখের বিরুদ্ধে।

আজ বিকল ৪টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে স্ত্রীর ফেলে পালিয়ে গেছে স্বামী অভিযোগ নিহতের পরিবারের।

নিহত সামচুর নাহার বিথি (১৯) বরাট ইউনিয়নের বধুর দিয়া গ্রাম ৯নম্বর ওয়ার্ডের মোঃ শহীদ শেখের মেয়ে ও পাচুরিয়া ইউনিয়নের মোঃ সজিব শেখের স্ত্রী।

নিহত সামচুর নাহার বিথির চাচা মোঃ আদ্লুল হালিম মিয়া জানান গত বছর ২০রোজায় বিথি ও সজীবের বিয়ে হয়। যদিও পরিবারের অমতে বিয়ে করেছিল তারা। পরে পারিবারিক ভাবে মেনেও নেওয়া হয়। কিন্তু তাদের বিয়ে মেনে নেওয়ার পর থেকেই সজীব যৌক্তুক দাবি করে আসছিল। কিন্তু আমরা যৌক্তুক দিতে অস্বীকার করলে মাঝে মধ্যেই নির্যাতন করতো বিথিকে। আজ বিথিকে হত্যা করে লাশ হাসপাতালে রেখে বিথির মায়ের নাম্বার দিয়ে পালিয়ে গেছে বিথির স্বামী। হাসপাতাল থেকে খবর পেয়ে আমরা এসে দেখি বিথির মৃত দেহ পরে আছে একটি রুমের মধ্যে।

নিহতের মা শারমিন বেগম জানান, বেলা আড়াই টার দিকে ফোন পেয়ে হাসপাতালে আসি। দেখি আমার একমাত্র মেয়ে বিথিকে লাশ ঘরের ভিতরে রাখছে। জানতে পারি ওর স্বামী সজীব ওরে রেখে পালাইছে। তিনি আরো বলেন তার মেয়েকে হত্যা করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার এস আই মোঃ মুস্তফাফিজ জানান খবর পেয়ে হাসপাতালে এসে নিহতের লাশের সরুত হাল রিপোর্ট তৈরি করেছি। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তিনি আরো বলেন নিহতের লাশের আগামী কাল ময়নাতদন্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এটি হত্যা না কি আত্মহত্যা সে বিষয়ে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরেই বলা যাবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: