মুন্সিগঞ্জ ক্লাবের খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

কায়সার সামির (মুন্সিগঞ্জ):
বৈশ্বিক মহামারী করোনার পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া শহরের হতদরিদ্র ও অস্বচ্ছল পাঁচ শতাধিক পরিবারের মাঝে মুন্সিগঞ্জ ক্লাব ঈদ সামগ্রী ও ২ হাজার মাস্ক বিতরণ করেন। শনিবার (৮ মে) বিকেল দিকে শহরের মানিকপুর এলাকায় এ ঈদ খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
মুন্সিগঞ্জ ক্লাবের সভাপতি একে এম নুর উদ্দিন শুভ্রর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সকলে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। খাদ্য সামগ্রী মধ্যে ছিল, পোলাউর চাল ১ কেজি, সেমাই ১ কেজি, চিনি ১ কেজি, সাবান ১টি, দুধ ১ কেজি সহ প্রত্যেককে ক্লাবের পক্ষ থেকে দুটি করে মাক্স বিতরণ করা হয়।