পুঁজিবাজারের চ্যালেঞ্জ থাকলেও সুযোগ বেশি: এএএমসি

বাংলাদেশের পুঁজিবাজারের সামনে অনেক চ্যালেঞ্জ কিন্তু সুযোগ আরো বেশি আছে বলে মনে করে দেশের সম্পদ ব্যবস্থাপক কোম্পানিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ (এএএমসি)।
বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে অভিনন্দন জানিয়ে দেওয়া বার্তায় এ কথা বলে সংগঠনটি।
এএএমসির পক্ষে সভাপতি ড. হাসান ইমাম ও সহসভাপতি ওয়াকার আহমেদ চৌধুরীর দেওয়া অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজারের সামনে অনেক চ্যালেঞ্জ কিন্তু সুযোগ আরো বেশি। বিএসইসির চেয়ারম্যান হিসেবে রাশেদ মাকসুদের নিয়োগ স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, ন্যায্য এবং বাস্তবায়নযোগ্য সংস্কারের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ব্যবস্থাপনা খাত এবং এর অংশীজনেরা পুঁজিবাজার পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন ও সহযোগিতা করতে প্রস্তুত।
রাশেদ মাকসুদের নিয়োগ বিশেষভাবে সময়োপযোগী উল্লেখ করে এএএমসির নেতারা বলেন, আপনার নেতৃত্বে বিএসইসি নতুন দিকনির্দেশনা খুঁজে পাবে। আমাদের পুঁজিবাজারে প্রবৃদ্ধির স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের সূচনা করবে যা আমরা বহু বছর ধরে আশা করছিলাম।
নতুন যুগের উত্থানের পটভূমিতে বিএসইসিসহ সব নিয়ন্ত্রক সংস্থাকে ঐকমত্যের ভিত্তিতে মর্যাদাপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যাওয়া প্রয়োজন বলে মনে করে সম্পদ ব্যবস্থাপকদের জোট এএএমসি।
সংগঠনের বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের পুঁজিবাজারে অমীমাংসিত অনেক কাঠামোগত অদক্ষতার সমাধান করতে বিএসইসি চেয়ারম্যান প্রযুক্তিগত দক্ষতা, পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান এবং স্থানীয় ও বিদেশি অংশীদার, প্রাতিষ্ঠানিক ক্ষুদ্র বিনিয়োগকারী এবং সরকারি সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে ব্যবহার করবেন।