শিরোনাম

South east bank ad

মঙ্গল শোভাযাত্রায় ‘নির্মল’ আগামীর প্রত্যাশা

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিশেষ সংবাদ

মঙ্গল শোভাযাত্রায় ‘নির্মল’ আগামীর প্রত্যাশা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ স্লোগানে বাংলা ১৪২৯ সনের নতুন বছরকে বরণ করে নিতে চিরায়ত মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্মৃতি চিরন্তন হয়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হবে।

করোনার মহামারির কারণে গত দুই বছর বন্ধ থাকার পর শোভাযাত্রা এবার সশরীরে অনুষ্ঠিত হচ্ছে। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। ইউনেস্কো কর্তৃক ‘মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষিত মঙ্গল শোভাযাত্রা।

এদিকে, শোভাযাত্রায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে পুরো এলাকা।

BBS cable ad

বিশেষ সংবাদ এর আরও খবর: