শিরোনাম

South east bank ad

ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে স্বাস্থ্যমন্ত্রী এই বার্তাটি সংশ্লিষ্টদের টেলিফোনে জানিয়েছেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। একইসঙ্গে মন্ত্রী এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানান ও দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি করেছেন। নিজ বাসায় হামলার শিকার ইউএনও ওয়াহিদাকে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে এ দিন বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ছাড়াও সংশ্লিষ্টরা ওই হাসপাতালে গিয়ে ইউএনওর চিকিৎসার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএনও ওয়াহিদার সুচিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বলেও জানান ফরহাদ হোসেন।
BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: