শিরোনাম

South east bank ad

সাভারে প্রকৃতির সান্নিধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

সাভারের বাইশমাইল এলাকায় কৃষি ফার্ম গড়ে তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর কোলাহল এড়িয়ে, তুমুল ব্যস্ততাকে পাশে রেখে মাঝে মাঝেই মন্ত্রী ছুটে যান সেখানে। প্রকৃতি-প্রাণির সমন্বয়ে গড়ে তোলা এ ফার্মটিতে এসে ফেলেন স্বস্তির নিঃশ্বাস। আজ ৩০ আগস্ট রবিবার মন্ত্রী কিছু সময় কাটিয়েছেন ফার্মের কর্মীদের সাথে। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসেংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। সাভারের বাইশমাইলে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান সাভার রি-ফ্যাক্টরিজ লিমিটেড। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী এবং ব্যবস্থাপনা পরিচালক তার ছেলে। এটি ফায়ার ব্রিকস তৈরির প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের পাশেই এই ফার্মটি। তিনি বলেন, ৩/৪ বছর আগে স্যার শখের বশেই এই ফার্মটি শুরু করেছিলেন। ফার্মের গরুর দুধ খাবেন, গরু কোরবানি দেবেন। কিন্তু গরু বাড়তে বাড়তে ৭০টিরও বেশি হয়ে গেছে। তাই এটি বাণিজ্যিক রূপ নিয়েছে এটি। একইভাবে হাঁস ও ভেড়াও পালন করা হচ্ছে। Screenshot (1) আসাদুজ্জামান খান কামাল ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়ে ২০১৪ সালের ১২ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান। পরে ২০১৫ সালের ১৪ জুলাই একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে পদোন্নতি পান তিনি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নতুন সরকারে ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। আসাদুজ্জামান খান একজন মুক্তিযোদ্ধা। তার নির্বাচনী আসন ঢাকা-১২ (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর)।
BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: