বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে গবেষণায় পৃথক ইনস্টিটিউশন প্রতিষ্ঠার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিদ্যুৎ ও জ্বালানিসংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জ্বালানি ও বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০২৬-৫০ উপস্থাপনসংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় প্রধান উপদেষ্টা বলেন, ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আলাদা ইনস্টিটিউট হতে হবে। এটা মন্ত্রণালয়ের অধীনে হলে চলবে না। এটি একটি আলাদা শক্তিশালী প্রতিষ্ঠান হবে, যা পৃথিবীতে এ-সম্পর্কিত যত সংস্থা আছে সব ক’টির সঙ্গে যোগাযোগ রাখবে এবং পলিসি তৈরিতে সরকারকে সাহায্য করবে।’
এর আগে প্রধান উপদেষ্টার কাছে জ্বালানি ও বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০২৬-৫০ উপস্থাপন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।


