দোঁহা শুধু কবিতাই নয়, সাধনাও: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, দোঁহা শুধু কবিতাই নয়, সাধনাও। কখনো আরাধনার পর্যায়েও পড়ে। এর চর্চা আঙ্গিকগত যতটা, তারচেয়ে বেশি ভাবাত্মক। আভিধানিক অর্থে দোঁহা মূলতঃ দুই চরণ বিশিষ্ট পদ। কিন্তু এটা সর্বতোভাবে সত্য নয়। কেননা, দুই চরণের পাশাপাশি শত শত চরণের দোঁহাও রচিত হয়েছে।
প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট ও কবিতার কথা গ্রুপ এর যৌথ আয়োজনে কবি ইউসুফ মুহম্মদের সাড়া জাগানো দোঁহা-কাব্যগ্রন্থ ‘নেহাই’ এর পাঠ প্রতিক্রিয়া ও আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দোঁহার একটি বিশেষ বৈশিষ্ট্য দুর্বোধ্যতা ও বক্তব্য আড়ালের প্রবণতা। তবে সব দোঁহাই দুর্বোধ্য নয়, বোধগম্য দোঁহাই বেশি। প্রতিমন্ত্রী এসময় এধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান ও দোঁহার কবি ইউসুফ মুহম্মদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
কবিতার কথা গ্রুপ এর এডমিন এবং বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি শাহ মোহাম্মদ সানাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কথাশিল্পী ও প্রবন্ধকার আবুল কাসেম। আলোচনা করেন কবি আসাদ মান্নান, কবি মিনার মনসুর ও কবি সৈকত হাবিব। পাঠ-প্রতিক্রিয়া জানান এ এস এম কামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা ও জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ।
অনুষ্ঠানে আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী দেওয়ান সাঈদুল হাসান, পারভেজ চৌধুরী ও ফারহানা তৃনা।