শিরোনাম

South east bank ad

শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা করা হয়েছে: শিক্ষামন্ত্রী

 প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা করা হয়েছে: শিক্ষামন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে ফ্যামিলি ডে অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীদের শিখন ঘাটতি কোথায় কি হয়েছে, সেই গবেষণার ফলাফল পেয়েছি। সে বিষয়ে বিশেষজ্ঞ দল ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদের সবার সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাদের এই শিখন ঘাটতি হয়েছে তাদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে কীভাবে এই ঘাটতি পূরণ করব।

তিনি বলেন, ‘কোথায় আমরা রেমিডিয়াল ক্লাস করব, কোথায় আমরা এসাইনমেন্ট এর মাধ্যমে দেবো এ বিষয়ে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক রয়েছে। বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু হবে।’

দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত দিনবদলের সনদ এবং চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। কারণ তাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ বির্নিমাণে আরও গতিশীল হবে। জ্ঞানে-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে এই তরুণরাই বাংলাদেশের হাল ধরবে।’

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, এনএসআই উপপরিচালক শেখ আরমা আহমেদ, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ, আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. আফসানা শর্মীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন সদস্যরা।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: