শিরোনাম

South east bank ad

আমরা আবারও ঋণ দিতে পারব: অর্থমন্ত্রী

 প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

আমরা আবারও ঋণ দিতে পারব: অর্থমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কিছুদিন পর আবারও আমরা ঋণ দিতে পারব, তখন দেশের কোনো ঋণ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, এখনো আমাদের অর্থনীতির খারাপ কোনো অবস্থা সৃষ্টি হয়নি। আমরা যখন অর্থনীতি ম্যানেজ করি, আমাদের বিভিন্ন পরিপ্রেক্ষিত দেখতে হয়। আর কিছুদিন পর আমাদের কোনো ঋণ থাকবে না। তখন আমরা আবারও ঋণ দিতে পারব।

আইএমএফের কাছে ঋণের বিষয়ে চিঠি দেওয়া হলেও মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দেওয়া হয়নি। এ বিষয়ে তিনি বলেন, এটা বলা হবেই। এতে সুবিধা হলো সে সময় আমাদের মিটিং চলছে। তাদের টিম এখানে আছে। আমরা চেয়েছি তারা আমাদের সক্ষমতা দেখুক। তারা বাংলাদেশকে ঋণ দেবে, সে জন্য তাদের সুযোগটা দিয়েছি।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: