শিরোনাম

South east bank ad

কর্মসংস্থান হবে প্রতিবন্ধীদের, বাড়বে ভাতা: সমাজকল্যাণমন্ত্রী

 প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

কর্মসংস্থান হবে প্রতিবন্ধীদের, বাড়বে ভাতা: সমাজকল্যাণমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বে সুনাম অর্জন করেছেন। তাই দেশে প্রতিবন্ধীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

শনিবার (১৬ জুলাই) বিকেলে লালমনিরহাট সরকারি বালিকা শিশু পরিবার চত্বরে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের কথা সরকার সব সময় ভাবেন। তাই তাদের জন্য নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এতে তারা যেমন শান্তিতে থাকতে পারবেন, তেমনি কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণোলয়ের অধীনে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শান্তি নিবাসে ৬০ বছর বয়সের ঊর্ধ্বের নারী ও পুরুষরা আশ্রয় পাবেন।

মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকার। প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। এছাড়া তাদের মাসিক ভাতার পরিমাণও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে শান্তি নিবাসের প্রকল্প পরিচালক সাদিকুল হক, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: