শিরোনাম

South east bank ad

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ বরাদ্দ আসছে: পরিকল্পনামন্ত্রী

 প্রকাশ: ০২ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ বরাদ্দ আসছে: পরিকল্পনামন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ বরাদ্দ শিগগিরই আসছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আপনাদের জন্য খুবই দ্রুত সময়ের মধ্যে অর্থ বরাদ্দ আসছে। বন্যা পরিস্থিতিতে সমানভাবে সব মানুষের অধিকার নিশ্চিতে আমরা কাজ করছি।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরির্দশন করেছেন। সরকারের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা গত ১০-১২ বছরে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশে পরিবর্তন এনেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। মানুষের আয় বেড়েছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে। এ দেশে রাজাকারের দিন শেষ। রাজাকারের বিচার হবে। আর সব ধর্মের লোক মিলেমিশে একসঙ্গে বসবাস করবে। তবে কাউকে অনাহারে থাকতে দেবে না আওয়ামী লীগ সরকার। সে যেই হোক, তাকে সহায়তা দেওয়া হবে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: