শিরোনাম

South east bank ad

হাইটেক পার্ক হবে অর্থনীতির মূল চালিকাশক্তি: পলক

 প্রকাশ: ০২ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

হাইটেক পার্ক হবে অর্থনীতির মূল চালিকাশক্তি: পলক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে হাইটেক পার্ক হবে অর্থনীতির মূল চালিকাশক্তি।

তিনি বলেন, দেশে এখন ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী সৃষ্টি হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি বিষয় বাধ্যতামূলক করায় এখন সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার তৈরি হয়েছে।

শনিবার জামালপুরের মুকন্দবাড়ী এলাকায় হাইটেক পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জামালপুর হাইটেক পার্কে প্রতি বছর তিন হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। এক হাজার তরুণকে সরাসরি প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে হাইস্পিড ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক মানের কর্ম পরিবেশ পাবে। এখানে বসেই ইউরোপ আমেরিকার বড় বড় কোম্পানিতে কাজ করতে পারবেন তরুণরা।

এ সময় স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন- এমপি মির্জা আজম, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: