ধান-চালের অবৈধ মজুত : মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়ের ৮ টিম

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ধান-চালের অবৈধ মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়ের আটটি টিম। মঙ্গলবার (৩১ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
এর আগে সোমবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছিলেন, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যা করণীয় তার সবই করা হবে।
ওই সময় তিনি ব্যবসায়ীদের অতিরিক্ত লাভ না করে ভোক্তাদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান।
বিভিন্ন কর্পোরেট হাউস বাজার থেকে ধান-চাল কেনায় লিপ্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা কৃত্রিম কোনো সংকট তৈরি করছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।
ভোক্তা যেন আতঙ্কিত না হয়, সেজন্য সচেতনতা তৈরি করার পাশাপাশি ধান-চালের বাজারে নজরদারি বাড়াতে প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।