শিরোনাম

South east bank ad

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগকে সরকার উৎসাহিত করছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 প্রকাশ: ১৮ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগকে সরকার উৎসাহিত করছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ-জ্বালানি খাতে বিনিয়োগকে সরকার উৎসাহিত করছে। বেসরকারি খাতের জন্য পলিসি গাইডের খসড়া তৈরি করা হয়েছে, এর মাধ্যমে ন্যাশনাল গ্রিড বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করা যাবে।

মঙ্গলবার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (এসকাপ) ও ‘সাসটেনেবল এনার্জি ফর অল’ আয়োজিত জ্বালানি বিষয়ক একটি সেশনে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরো বলেন, বিনিয়োগে নিরাপত্তাসহ ১৫ বছরের ট্যাক্স ওয়েবার, আমদানি শুল্কে রেয়াতসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। স্রেডা নবায়নযোগ্য জ্বালানির প্রসারে লজিস্টিক ও কারিগরি সহযোগিতা করছে।

প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি খাতকে উৎসাহিত করায় গত দশকে বিদ্যুৎ খাতে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে এবং আগামী ১২ বছরে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বেসরকারি খাতে ১০টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি করা হয়েছে। ন্যাশনাল সোলার এনার্জি রোডম্যাপ ২০২২-৪১ এর খসড়া প্রস্তুত করা হয়েছে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: