শিরোনাম

South east bank ad

প্লট বরাদ্দের নীতিমালা প্রণয়নে শিল্প সচিবের নির্দেশনা

 প্রকাশ: ১৩ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

প্লট বরাদ্দের নীতিমালা প্রণয়নে শিল্প সচিবের নির্দেশনা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বিসিক চামড়া শিল্পনগরীর প্লট বরাদ্দবিষয়ক একটি পূর্ণাঙ্গ নীতিমালার খসড়া প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। গতকাল সাভারে বিসিক চামড়া শিল্পনগরী পরিদর্শন করেছেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন নির্দেশনা দেন। পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের বিসিকের চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমানসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূউপরিস্থ পানি ব্যবহার ও শিল্পনগরীতে ব্যবহূত পানিকে পুনর্বার কাজে লাগানোর টেকসই পদ্ধতি বের করার তাগিদ দেন সচিব। প্রতি মাসে অন্তত একবার ট্রিটমেন্ট প্লান্টের ওয়াটার স্যাম্পল সংগ্রহপূর্বক সংশ্লিষ্টদের কাছে প্রতিবেদন পাঠানোর জন্য পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিকে পরামর্শ দেন। স্যাম্পল কালেকশন পয়েন্ট তৈরির জন্যও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: