শিরোনাম

South east bank ad

শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র শাহাদাৎবার্ষিকীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

 প্রকাশ: ০৭ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র শাহাদাৎবার্ষিকীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আজ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি এর ১৮তম শাহাদাৎবার্ষিকী।

শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি-এর শাহাদাৎবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ও যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

এ সময়ে মন্ত্রণালয় এবং বিভিন্ন দফতর সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আওতাধীন বিভিন্ন দফতর সংস্থার পক্ষ থেকে পুস্পার্ঘ্য অর্পন এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অধিদফতরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান। এ সময়ে অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইন্সটিটিউটের মহাপরিচালক এ কে এম শামীমুল হক সিদ্দিকী।

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফাউন্ডেশন এর সচিব কৃষ্ণন্দুে সাহা। জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি ও ক্রীড়া পরিদফতরসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহের পক্ষ হতেও শ্রদ্ধা নিবেদন করা হয় ।

শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম এর আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: