শিরোনাম

South east bank ad

ঈদযাত্রায় ভোগান্তি কম, বড় দুর্ঘটনাও ঘটেনি: কৃষিমন্ত্রী

 প্রকাশ: ০৫ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

ঈদযাত্রায় ভোগান্তি কম, বড় দুর্ঘটনাও ঘটেনি: কৃষিমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি অতীতের যেকোনো বছরের চেয়ে কম হয়েছে এবং বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, করোনা মহামারি কাটিয়ে দুই বছর পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে মানুষ। ঢাকাসহ সারাদেশেই তৃণমূল পর্যায়ে ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপিত হয়েছে।

তিনি বলেন, এবার ঈদে আবহাওয়াও খুব ভালো ছিলো। সকালে একটু বৃষ্টির জন্য কোনো কোনো এলাকায় ঈদ জামাতে সাময়িক বিঘ্ন ঘটেছে। এতে অবশ্য ঈদ উদযাপনে ব্যাঘাত ঘটেনি।

ড. রাজ্জাক আরো বলেন, সবাই এখনো ছুটির মুডেই আছে। ঢাকার লাখ লাখ মানুষ গ্রামে আত্মীয়-স্বজনের কাছে গিয়েছে। তাদের সঙ্গে মিলিত হয়ে ঈদ উদযাপন করছে। ঈদের আগে যাতায়াতে একটা বিরাট সমস্যা হয়। মানুষ নানা রকম কষ্টের মধ্যে পড়ে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: