শিরোনাম

South east bank ad

একশ’ বিলিয়ন ডলারের তহবিল গঠন করবে বিশ্বনেতারা

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

একশ’ বিলিয়ন ডলারের তহবিল গঠন করবে বিশ্বনেতারা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্ব নেতাদের কাছ থেকে বছরে একশ’ বিলিয়ন ডলারের তহবিল গঠনের রাজনৈতিক অঙ্গীকার মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে লিডার্স সামিট অন ক্লাইমেট চেঞ্জ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডক্টর মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তহবিল গঠনের পাশাপাশি উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমানোর আহ্বান জানান। বলেন, এগারো লাখ রোহিঙ্গার কারণে জলবায়ু পরিবর্তনের বাড়তি ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, টাকা জোগাড় করা কঠিন কিছু নয়। নতুন মার্কিন প্রশাসনের সদিচ্ছা আছে। এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও জার্মান চ্যান্সেলর অ্যাঙেলা মার্কজে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বক্তব্য রাখেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: