শিরোনাম

South east bank ad

বিএনপি জামায়াত সন্ত্রাসীদের হাতে কেউ নিরাপদ ছিলো না : জুনাইদ আহ্‌মেদ‍ পলক

 প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

বিএনপি জামায়াত সন্ত্রাসীদের হাতে কেউ নিরাপদ ছিলো না : জুনাইদ আহ্‌মেদ‍ পলক

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী নাটোর জেলার সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি থেকে কয়রাবাড়ি পর্যন্ত ১ কিঃমিঃ আরসিসি রাস্তার কাজ এবং পেট্টোবাংলা পয়েন্ট থেকে কয়রাবাড়ি পর্যন্ত ১কি: মি: সাবমার্সিবুল (আরসিসি) রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এসময় তিনি বলেন, নির্বাচনের আগে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। নৌকায় ভোট দিলে দেশ ভারত হবে, মাথায় টুপি থাকবেনা। মানুষ এসব কথা আর বিশ্বাস করে না। কারন তারা জনগনকে ভাওতাবাজি ছাড়া কিছু দিতে পারিনি। বিএনপি জামায়াত সন্ত্রাসীদের হাতে কেউ নিরাপদ ছিলো না। আমাদের জীবনের মায়া ত্যাগ করে চলতে হয়েছে। দীর্ঘ ৩৭ বছর পর চলনবিলের মানুষ উন্নয়ন উপহার পেয়েছে। প্রতিটি গ্রামকে জননেত্রী শেখ হাসিনার সরকার শহরে পরিনত করছে। শহরের সকল সুবিধা গ্রামের নাগরিকরা ভোগ করতে পারে সে জন্য সরকার কাজ করছে।
আমি চলনবিলের সন্তান হিসেবে নিজেকে গর্ববোধ করি। এক সময় চলনবিলে পায়ে হাটা রাস্তা ছিলো না। ২৬ বছর বয়সে চলনবিলবাসি আমাকে ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছিলো। আমি তাদের ভালোবাসা ভুলবোনা। আজীবন এসকল মানুষের কল্যাণে কাজ করে যাবো। চলনবিলে ব্যাপক উন্নয়ন সরকার করছে।। আগামী ইউপি নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন অব্যহত রাখার জন্য সবাইকে আহবান জানাচ্ছি।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: