ইউনাইটেড ইন্স্যুরেন্সের নিট মুনাফা বেড়েছে ৫১ শতাংশ

বীমা খাতে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বীমা ব্যবসা থেকে মুনাফা ও বিনিয়োগ আয় বেড়েছে। এর প্রভাবে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৫০ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে ইউনাইটেড ইন্স্যুরেন্সের বীমা ব্যবসা থেকে মুনাফা হয়েছে ৪ কোটি ৩৪ লাখ, আগের হিসাব বছরে যা ছিল ৩ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বীমা ব্যবসা থেকে মুনাফা বেড়েছে প্রায় ১৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির বিনিয়োগ আয় হয়েছে ৮ কোটি ৪০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬ কোটি ৬৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে বিনিয়োগ আয় বেড়েছে ২৬ শতাংশের বেশি।
এ কারণে প্রথমার্ধে ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৪০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪ কোটি ৯২ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫০ দশমিক ৫৬ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৯ পয়সায়।