ন্যাশনাল লাইফের ১ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। সম্প্রতি নরসিংদীতে আয়োজিত প্রতিষ্ঠানের বর্ষ সমাপনী পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গ্রাহকদের কাছে চেক হস্তান্তর করেন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমডি প্রবীর চন্দ্র দাস, মো. আবুল কাসেম, এসভিপি মফিজুল ইসলাম, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও নরসিংদী এরিয়ার প্রায় ছয় হাজার উন্নয়নকর্মী অংশ নেন।


