বীমা দাবির ৫০ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মতিঝিল এরিয়ার উদ্যোগে ৫০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেন। সিইও মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এএমডি মো. খসরু চৌধুরী, সহকারী এমডি বাহার উদ্দিন মজুমদার, মতিঝিল এরিয়া প্রধান ও এসভিপি মনির আহম্মদ, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন। এ সময় বীমা দাবি পরিশোধ ছাড়াও সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


