South east bank ad

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি একক বীমা ডিভিশন-এর ৩য় পর্বের "ব্যবসা পর্যালোচনা সভা"

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি একক বীমা ডিভিশন-এর ৩য় পর্বের "ব্যবসা পর্যালোচনা সভা"

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি একক বীমা ডিভিশন-এর ৩য় পর্বের "ব্যবসা পর্যালোচনা সভা" কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 


 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন মাননীয় পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ, কনসালটেন্ট জয়নাল আবেদীন ভূঁঞা।


উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম রকিবুল হাসান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সাজেদুল ইসলাম ও ভবতোষ কুমার বিশ্বাস, ডিভিপি মোঃ মাসুম করিম এবং এভিপি মোঃ শহিদুল্ল্যাহ ।


সভায় কোম্পানির উদ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত জোন ইনচার্জগনের বক্তব্য ধৈর্যসহকারে শোনেন এবং প্রয়োজনমত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

BBS cable ad

বীমা এর আরও খবর: