ডিবিএল গ্রুপের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি
ডিবিএল গ্রুপের সঙ্গে ৪০০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ারস অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম, ডিরেক্টর মোহাম্মদ আব্দুল কাদের, নেক্সট জেনারেশন ডিরেক্টরস মোহাম্মদ আমান আবরার, আহনাফ আবেদ, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মো. আহসানুল ইসলাম, হেড অব ট্রেজারি এম জাকারিয়া চৌধুরী, ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, এফআই অ্যান্ড করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, এরিয়া হেড-২ এসএম মুসা ও হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স তানভীর কামাল।


