সিটি ব্যাংক ও ইউনিসেফের মধ্যে চুক্তি স্বাক্ষর
সিটি ব্যাংক পিএলসি ও ইউনিসেফ সম্প্রতি নতুন এক অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। এর আওতায় দেশের সুবিধাবঞ্চিত কিশোর-তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা অর্জনে সহায়তা করা হবে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এবং সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি ও সিএফও মোহাম্মদ মাহবুবুর রহমান, এএমডি ও সিওও মাহিয়া জুনেদ, এএমডি ও সিআইও কাজী আজিজুর রহমান, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান শাহরিয়ার জামিল খানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।


