চট্টগ্রামে প্রাইম ব্যাংকের উদ্যোগে এসএমই নারী উদ্যোক্তা প্রশিক্ষণ
চট্টগ্রামে প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে ‘প্রাইম নীরা-এসএমই নারী উদ্যোক্তা’ প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে প্রাইম ব্যাংকের ১৩০ জনের বেশি নারী উদ্যোক্তা এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক পিএলসির চট্টগ্রাম রিজিওনাল হেড সরকার মেহেদী রেজা। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব স্মল বিজনেস ও রিফাইন্যান্স শেখ নূর আলম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফাতিমা আক্তার নাজ, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মুস্তাফাসহ সংশ্লিষ্টরা।


