সরকারি ভাতা গ্রহণে ৭৮ লাখের বেশি উপকারভোগীর পছন্দ ‘নগদ’
চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৭৮ লাখের বেশি উপকারভোগী ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে সরকারি ভাতা গ্রহণ করেছেন, যা এই এমএফএস প্লাটফর্মটির প্রতি গ্রাহকের আস্থা বৃদ্ধি, নির্ভরতা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রমের একটি সমাজসেবা অধিদপ্তরের নারী ও শিশু সুরক্ষা কার্যক্রম। এ অধিদপ্তরের ১ হাজার ৬৫০ কোটি টাকা ৭৮ লাখের বেশি উপকারভোগীর কাছে সফলভাবে পৌঁছে দিয়েছে নগদ।
এবার দেশের সব এমএফএস প্লাটফর্মের মাধ্যমে উপকারভোগীর কাছে অর্থ পাঠানোর সুযোগ রাখা হয়। অর্থাৎ উপকারভোগী যে মাধ্যমে টাকা নেবেন, সেখানে টাকা পাঠিয়েছে সরকার। এরপরও দেশের ৬৪ জেলার উপকারভোগী নগদের মাধ্যমে ভাতা গ্রহণ করেছেন।
বয়স্ক, বিধবা, প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষসহ বিভিন্ন পর্যায়ের ৭৫ লাখের বেশি উপকারভোগী তাদের নগদ ওয়ালেটের মাধ্যমে সরকারি ভাতা গ্রহণ করেছেন। এসব ভাতার মধ্যে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য মাসিক ৯০০ টাকা, বয়স্কদের জন্য মাসিক ৬৫০ টাকা এবং বিধবা ও স্বামী নিগৃহীতাদের জন্য ৬৫০ টাকা করে ভাতা বিতরণ করেছে সরকার।
নারী ও শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় নগদের মাধ্যমে তিন লাখের বেশি উপকারভোগী প্রতি মাসে ৮৫০ টাকা করে ৩৬ মাসের (তিন বছর) ভাতা গ্রহণ করেছেন।


