লংকাবাংলা সিকিউরিটিজের কর্মকর্তাদের নিয়ে বিআইসিএম’র বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) লংকাবাংলা সিকিউরিটিজ পিএসসি-এর কর্মকর্তাদের নিয়ে ‘ফান্ডামেন্টালস অন ট্রেডিং অ্যান্ড টেকনিক্যাল অ্যানালিসিস’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ আয়োজন করেছে। গত ৮ নভেম্বর, বিআইসিএম-এর মাল্টিপারপাস হলে মাসব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিবি'র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।
বিআইসিএম-এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজ পিএসসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফফাত রেজা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন। এ সময় লঙ্কাবাংলা সিকিউরিটিজ-এর মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান তৌহিদুর নূর, হিসাব বিভাগের প্রধান ও কোম্পানি সচিব কায়রুন্নেসা, বিআইসিএম-এর উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, প্রভাষক ফাইমা আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামের রিসোর্স পারসন হিসেবে ছিলেন ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, সহকারী অধ্যাপক এস. এম. কালবীন ছালিমা, প্রভাষক ইমরান মাহমুদ, প্রভাষক ফাইমা আক্তার, প্রভাষক গৌরব রায় ও প্রভাষক মো. আদনান আহমেদ।
লংকাবাংলা সিকিউরিটিজ পিএসসি-এর সাথে বিআইসিএম-এর ‘সার্টিফিকেট কোর্স অন ফান্ডামেন্টালস অব ক্যাপিটাল মার্কেট’ বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনার জন্য ২ বছরের একটি প্রশিক্ষণ চুক্তি রয়েছে। উক্ত প্রশিক্ষণ চুক্তির আওতায় লংকাবাংলার কর্মকর্তাদের জন্য বিআইসিএম বিশেষায়িত এ প্রশিক্ষণ আয়োজন করেছে।


