পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৫তম এজিএম অনুষ্ঠিত

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।
এ সময় ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, পরিচালক মো. মোতাহার হোসেন ও মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া, মোহাম্মদ হাবিবুল বাহার, মোহাম্মদ আতিক আকবর, ময়নুল ইসলাম ও মোস্তফা জামাল হোসেন এবং এমডি ও সিইও বিএম ইউসুফ আলী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির।