বাংলাদেশে ব্যবসা আরো সম্প্রসারণ করছে টয়োটা
বাংলাদেশে আরো বিস্তৃত হচ্ছে টয়োটার কার্যক্রম। টয়োটার একমাত্র সহায়ক প্রতিষ্ঠান হিসেবে টিবিএল এখন থেকে বাংলাদেশে সরাসরি নতুন টয়োটা গাড়ি, জেনুইন পার্টস ও আন্তর্জাতিক মানের বিক্রয়োত্তর সেবা সরবরাহ করবে। এর মাধ্যমে গ্রাহকরা একই ছাদের নিচে বিশ্বমানের পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দেশজুড়ে উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে টয়োটা টুসো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড তাদের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান টয়োটা বাংলাদেশ লিমিটেডের (টিবিএল) মাধ্যমে দেশে সরাসরি কার্যক্রম পরিচালনা করছে।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আরো চমকপ্রদ ও আকর্ষণীয় ঘোষণার জন্য গ্রাহকদের অপেক্ষা করতে অনুরোধ করেছে টয়োটা। পাশাপাশি নিয়মিত আপডেট, বিভিন্ন অফার ও ক্যারিয়ার-সংক্রান্ত তথ্য জানতে গ্রাহকদের টয়োটার ওয়েবসাইট (www.toyota-bd.com) এবং ফেসবুক পেজ (www.facebook.com/ToyotaBangladesh) ভিজিট করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া টয়োটা বাংলাদেশ লিমিটেডের নিজস্ব শোরুমে যোগাযোগের জন্য +০৯৬৪৩৩৩৩৭৭৭ নম্বরে ফোন করার অনুরোধ জানানো হয়েছে। শোরুমটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।


