ফেনী-৩ আসনে মনোনয়নপত্র নিলেন মিন্টু ও তার ছেলে তাজওয়ার
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফেনীর তিনটি আসনে ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু এবং তার ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক এ তথ্য জানান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেন জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী-২ (ফেনী সদর) আসনে বিএনপির অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) ও জামায়াতের অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া এবং ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু, তার ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল ও এনসিপির মোহাম্মদ আবুল কাশেম।
এরমধ্যে আবদুল আউয়াল মিন্টু ও তার ছেলের একই আসনে মনোনয়ন সংগ্রহ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, মিন্টু নির্বাচন নাও করতে পারেন। সেক্ষেত্রে ছেলে বিএনপির মনোনয়ন নিয়ে ভোটে অংশ নিতে পারেন।


