শিরোনাম

South east bank ad

ব্র্যাক ব্যাংকের লেনদেনের ৭১ শতাংশই হচ্ছে ‘আস্থা’ অ্যাপে

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ব্র্যাক ব্যাংকের লেনদেনের ৭১ শতাংশই হচ্ছে ‘আস্থা’ অ্যাপে

সবার কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ অ্যাপ। বর্তমানে ব্র্যাক ব্যাংকের মোট লেনদেনের প্রায় ৭১ শতাংশই সম্পন্ন হচ্ছে আস্থা অ্যাপের মাধ্যমে। ১১ লাখেরও বেশি গ্রাহক অ্যাপটি ব্যবহার করছে এবং এর মাধ্যমে মাসে ২০ হাজার কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে।

আস্থা অ্যাপ ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং সেবা পৌঁছে দিয়েছে বাংলাদেশের প্রতিটি প্রান্তের গ্রাহকের কাছে। অ্যাপটি ডিজিটাল ব্যাংকিংয়ের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা সহজ, দ্রুত ও ঝামেলাহীন ব্যাংকিং সেবা নিশ্চিতের পাশাপাশি নিশ্চিত করছে সর্বোচ্চ নিরাপত্তা।

আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার, ডিপিএস ও টার্ম ডিপোজিট ওপেনিং, ইন্স্যুরেন্স পেমেন্ট, কার্ডবিহীন এটিএম উত্তোলন, কনজিউমার লোন, বাংলা কিউআর, ভিসা কার্ড ট্রান্সফার ও বিকাশ ইন্টিগ্রেশনসহ ১২০টিরও বেশি ফিচার ও সেবার সমন্বয়ে ‘আস্থা’ হয়ে উঠেছে প্রায় সব ধরনের আর্থিক প্রয়োজন পূরণের একক ও সুবিন্যস্ত পয়েন্ট। এই ব্যবহারবান্ধব ডিজিটাল প্লাটফর্ম দেশে ক্যাশলেস অর্থনীতির দ্রুত প্রসার ঘটাচ্ছে।

সাধারণ ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা—সব সেবাই পাওয়া যায় এ ডিজিটাল প্লাটফর্মে। দ্রুত, সহজ ও ঝামেলাহীন হওয়ায় ব্যাংকিংও হয়ে উঠেছে আরো স্মার্ট।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: