শাহ্জালাল ইসলামী ব্যাংক বন্ডের দর বেড়েছে প্রায় ৫৫%
শাহ্জালাল ইসলামী ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ডের দর গত সপ্তাহ শেষে ৬ হাজার ৮০০ টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৪ হাজার ৪০০ টাকা। এ সময়ে বন্ডটির দর বেড়েছে ৫৪ দশমিক ৫৫ শতাংশ। এতে বন্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।
এসজেআইবিএল বন্ডটির ট্রাস্টি সম্প্রতি ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে। এর রিটার্নের ব্যাপ্তি হবে ৬ থেকে ১০ শতাংশ এবং রিটার্নের মার্জিন রেট ২ দশমিক ৫০ শতাংশ।
এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ের জন্য ইউনিটধারীদের ১০ শতাংশ কুপন ঘোষণা করেছিল বন্ডটির ট্রাস্টি। তাছাড়া ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সময়ে ৯ দশমিক ২৮ শতাংশ হারে কুপন ঘোষণা দিয়েছিল বন্ডটির ট্রাস্টি। ২০২৩ সালে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সময়ে ৮ দশমিক ২২ শতাংশ হারে কুপন পেয়েছেন বন্ডটির ইউনিটহোল্ডাররা।
উল্লেখ্য, আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টিবল, ফুললি পেইড আপ, নন-কিউমুলেটিভ, ব্যাসেল-৩ কমপ্লেইন্ট পারপেচুয়াল বন্ড ইস্যু করে বাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। এর মধ্যে বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়েছে। বন্ডটির কুপন হার ৬ থেকে ১০ শতাংশ; যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়েগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হয়েছে।


