ট্রাস্ট ব্যাংকের সাসটেইনেবিলিটি রিপোর্ট উন্মোচন
প্রথমবারের মতো ট্রাস্ট ব্যাংকের সাসটেইনেবিলিটি রিপোর্ট উন্মোচন করা হয়েছে। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক চৌধুরী লিয়াকত আলী ও ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী, ডিএমডি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা আখলাসুর রহমান ভূঁইয়া, ডিএমডি মো. কামাল হোসেন সরকার এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান এবিএম মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আবু রায়হান, যুগ্ম পরিচালক কামরুল হাসান এবং সহকারী পরিচালক মো. আবু নাইম আলোচনায় অংশ নেন।


