শিরোনাম

South east bank ad

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি একক বীমা ডিভিশন এর "বার্ষিক ব্যবসা পরিকল্পনা কর্মশালা

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি একক বীমা ডিভিশন এর "বার্ষিক ব্যবসা পরিকল্পনা কর্মশালা
মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি একক বীমা ডিভিশন (সেকশন-বি) -এর "বার্ষিক ব্যবসা পরিকল্পনা কর্মশালা -২০২৫" কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মুখ্য নির্বাহী কর্মকর্তা এন. সি. রুদ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন মাননীয় পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও মোহাম্মদ তারেক এফসিএ, কনসালটেন্ট জয়নাল আবেদীন ভূঁঞা এবং স্বাগত বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম রকিবুল হাসান সুমন।
উপস্থিত ছিলেন চিফ কো-অর্ডিনেটর আহসান ইবনে কবির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিঞা মোঃ মশিউর রহমান ও নিজাম উদ্দিন (আনিস), ভিপি মোঃ সরোয়ার মামুন, কুমিল্লা সিএসসি ইনচার্জ ও ভিপি মোঃ মহিউদ্দিন চৌধুরী রিয়াদ, বরিশাল সিএসসি ইনচার্জ ও ডিভিপি মোঃ হুমায়ুন কবির ও ডিভিপি মোঃ সিদ্দিকুর রহমান এবং চট্টগ্রাম সিএসসি ইনচার্জ ও এভিপি ফয়েজ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় চেয়ারম্যান বলেন, ১৯৯৬ সালে মেঘনা লাইফ প্রতিষ্ঠার পর দীর্ঘ ২৯ বছর আমি আপনাদের সাথে ছিলাম, জানিনা আর কতদিন থাকতে পারব। আমি শুরু থেকে সবসময়ই চেষ্টা করেছি বাংলাদেশে জীবন বীমার প্রতি মানুষের আস্থার সংকট দূর করে যাতে মেঘনা লাইফ মানুষের নির্ভরতা এবং আস্থার প্রতীকে পরিনত হয়। আমার চেষ্টায় ভুল-ত্রুটি থাকতে পারে কিন্তু বীমাশিল্প এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আমার চেষ্টা এবং আন্তরীকতার কোন ঘাটতি ছিল না।
আমি চেষ্টা করেছি এই প্রতিষ্ঠানকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে এবং তা আমি করতে পেরেছি। বর্তমানে মেঘনা লাইফের যে সম্পদ এবং লাইফ ফান্ড আছে তাতে আপনাদের শন্কিত হওয়ার কোন কারণ নেই। যদি আপনারা ভবিষ্যতে পরিচালনা পর্ষদের আধুনিক চিন্তা-ভাবনা ও পরামর্শ গ্রহণ করে এবং ব্যবস্থাপনা পর্ষদের নির্দেশনা মেনে চলেন তাহলে মেঘনা লাইফ এদেশের মানুষের অন্যতম বিশ্বাস এবং আস্থার প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশের অর্থনৈতিক মন্দার মধ্যেও মেঘনা লাইফ চেষ্টা করছে পলিসিহোল্ডারদের স্বার্থ এবং চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে নতুনভাবে কিছু করার; যাতে জীবন বীমার প্রতি মানুষের অনাস্থাকে দূর করে আস্থার জায়গায় নিয়ে আসতে পারে।
আর এর অংশ হিসেবেই 'Milvik' -এর সাথে আমাদের ইতিমধ্যে চুক্তি সম্মাদিত হয়েছে। এই চুক্তির ফলে মেঘনা লাইফের গ্রাহক কর্মকর্তা ও কর্মচারীগন ফ্রি টেলিমেডিসিন সেবা গ্রহন করতে পারবেন। মোবাইলের মাধ্যমে বিনামূল্যে Milvik এর ডাক্তারের পরামর্শ গ্রহন করে অতি সহজেই এই সেবা নিতে পারবে।
এছাড়া আমরা ফেব্রুয়ারি মাস থেকে কোম্পানিতে Call সেন্টার চালু করেছি। এই Call সেন্টারের মাধ্যমে কোম্পানির নতুন/পুরাতন সব পলিসিহোল্ডার এবং যে কেউ কোম্পানির পলিসি সেবা গ্রহণ করতে পারবে। এর ফলে কোন গ্রাহককেই কোম্পানির অফিস পর্যন্ত আসতে হবেনা। উনি ঘরে বসেই মেঘনা লাইফের পলিসি এবং সেবা সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন।
তাছাড়া আমরা আমাদের সার্কুলারেও বেশ কিছু পরিবর্তন এনে নতুনভাবে আমাদের পরিকল্পনাকে সাজানোর চেষ্টা করছি যা আপনারা সহসাই জানতে পারবেন। কিন্তু এসকল পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য মেঘনা লাইফের পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদের সাথে আপনাদেরও পরিপূর্ণ সহযোগিতা করতে হবে। আমি আশাকরি, আপনাদের সকলের সহযোগিতায় মেঘনা লাইফ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তর্জমা করেন কোম্পানির মোরাকিব মুফতি মুহাম্মদ আমিমুল এহসান।
BBS cable ad

বীমা এর আরও খবর: