মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি স্মার্ট ডিভিশনের "বার্ষিক ব্যবসা পরিকল্পনা কর্মশালা -২০২৫"

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি স্মার্ট ডিভিশনের "বার্ষিক ব্যবসা পরিকল্পনা কর্মশালা -২০২৫" কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মুখ্য নির্বাহী কর্মকর্তা এন. সি. রুদ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও মোহাম্মদ তারেক এফসিএ, কনসালট্যান্ট মোঃ জয়নাল আবেদীন ভূঁঞা এবং স্বাগত বক্তব্য রাখেন স্মার্ট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মোঃ শফিকুল ইসলাম কানন।
উপস্থিত ছিলেন চিফ কো-অর্ডিনেটর আহসান ইবনে কবির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিঞা মোঃ মশিউর রহমান ও নিজাম উদ্দিন (আনিস)।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চেয়ারম্যান বলেন, তথ্য-প্রযুক্তির বদৌলতে মানুষ আজ ঘরে বসেই তার যে কোন চাহিদা পূরণ করতে পারছে। আমাদেরকে জানতে হবে, এই প্রযুক্তির মাধ্যমে বীমা সেবাকে কিভাবে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে পারি, মানুষ কিভাবে অতি সহজে কোম্পানির প্রোডাক্ট এবং সেবা সম্পর্কে তাদের জানার চাহিদা পূরণ করতে পারে। এসবকে বিবেচনায় নিয়েই আমাদের মার্কেটিং পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমি আশাবাদী, এই কর্মশালার মাধ্যমে আপনারা সে সম্পর্কে ধারণা নিয়ে নতুন উদ্যমে ব্যবসা আরোহনে উদ্যোগী হবেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তর্জমা করেন কোম্পানির মোরাকিব মুফতি মুহাম্মদ আমিমুল এহসান।