South east bank ad

ন্যাশনাল ব্যাংকের ডিএমডি হলেন সৈয়দ জুবায়ের আহমদ

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ন্যাশনাল ব্যাংকের ডিএমডি হলেন সৈয়দ জুবায়ের আহমদ

ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে গতকাল যোগ দিয়েছেন সৈয়দ জুবায়ের আহমদ। এর আগে তিনি দোহাভিত্তিক কাতার ন্যাশনাল ব্যাংকের (কিউএনবি) গ্রুপ ফাইন্যান্সিয়াল কন্ট্রোল ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইন্টারন্যাশনাল রেগুলেটরি রিপোর্টিং হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সৈয়দ জুবায়ের আহমদের রয়েছে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা। তিনি ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, রেগুলেটরি রিপোর্টিং, রিস্ক ম্যানেজমেন্ট ও স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের ক্ষেত্রে স্থানীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সৈয়দ জুবায়ের আহমদ কিউএনবিতে যোগদানের আগে একাধিক খ্যাতনামা আর্থিক প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে সিটিব্যাংক এনএ, বাংলাদেশের রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্সিয়াল কন্ট্রোল) হিসেবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, বাজেটিং, আইএফআরএস-ভিত্তিক রিপোর্টিং ও ব্যাসেল টু বাস্তবায়ন তত্ত্বাবধান করেছেন। এছাড়া তিনি ইস্টার্ন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্স হিসেবে ব্যাংকের আর্থিক কার্যক্রমকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্লাটফর্মে রূপান্তরের নেতৃত্ব দেন। এর আগে তিনি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশনের (ডিবিএইচ) ফাইন্যান্স বিভাগ পরিচালনা করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: