শিরোনাম

South east bank ad

ভিন্ন স্বাদে বাজারে এলো রোমানিয়ার পিনাট কুকি ডিলাইট

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে সম্পূর্ণ নতুন স্বাদের কুকিজ‘পিনাট কুকি ডিলাইট’। নতুন স্বাদের এ কুকিজ বাজারে এনেছে রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

বাজারে প্রচলিত কুকিজের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এ কুকিজ।

রোমানিয়া পিনাট কুকি ডিলাইটের বাজার সম্পর্কে রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজের এ জি এম (মার্কেটিং) কামরুল ইসলাম চৌধুরী বলেন, রোমানিয়া পিনাট কুকি ডিলাইট ভোক্তার চাহিদা অনুযায়ী তৈরি এবং স্বাদে সম্পূর্ণ ভিন্ন। আর এ ভিন্নতার কারণে এটি বাজারে সাড়া ফেলতে পারবে বলে আশা করছি।

BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: