South east bank ad

আকরিক লোহার দাম কমেছে

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

আকরিক লোহার দাম কমেছে

বিশ্ববাজারে ‌আকরিক লোহার দাম টানা কমছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চীনের উত্তরাঞ্চলে সেপ্টেম্বরে সামরিক কুচকাওয়াজ উপলক্ষে উৎপাদন নিয়ন্ত্রণ এবং অন্যান্য দেশে ইস্পাতের চাহিদা কমে যাওয়ার আভাস ধাতুটির বাজারদর কমার পেছনে ভূমিকা রাখছে। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম কমেছে দশমিক ৮৪ শতাংশ। প্রতি টনের দাম নেমেছে ৭৬৯ দশমিক ৫ ইউয়ানে (১০৭ ডলার ১৪ সেন্ট)। এ সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ৪২ শতাংশ কমে প্রতি টনের মূল্য নির্ধারণ হয়েছে টনপ্রতি ১০১ ডলার।

কনসালট্যান্সি প্রতিষ্ঠান মাইস্টিল জানিয়েছে, বেইজিংয়ের বাতাসের মান উন্নত রাখতে টাংশান অঞ্চলের কয়েকটি ইস্পাত কারখানাকে উৎপাদন কমানোর মৌখিক নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে ধাতব পণ্যটি তৈরির অন্যতম কাঁচামাল আকরিক লোহা ক্রয়ের প্রবণতা কমেছে।

BBS cable ad