শিরোনাম

South east bank ad

ডিসি গুলশান সুদীপ চক্রবর্ত্তীর জৈষ্ঠ্য কন্যা শিঞ্জনের জন্মদিন আজ

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

মানবিক ও চৌকষ পুলিশ কর্মকর্তা সুদীপ চক্রবর্ত্তী এর কন্যা শিঞ্জনের জন্মদিন আজ। শিঞ্জন ঢাকা মেট্রোপলিটন এর গুলশান বিভাগের ডেপুটি কমিশনার সুদীপ চক্রবর্ত্তী এর জৈষ্ঠ্য কন্যা। কোভিড-১৯ এর গ্রাসে সমস্ত পৃথিবী আজ এলোমেলো। এজন্য জন্মদিনের কোন অনুষ্ঠান করছেনা শিঞ্জন এর পরিবার। আগামীতে জন্মদিন আনন্দঘন পরিবেশে পালন করবে শিঞ্জন এটুকু প্রত্যাশা। বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর সর্বস্তরের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের এর পক্ষ থেকে শিঞ্জনকে জন্মদিনের শুভেচ্ছা।
BBS cable ad

জন্মদিন এর আরও খবর: