শিরোনাম

South east bank ad

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের” বিজনেস রিভিউ মিটিং” অনুষ্ঠিত

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের” বিজনেস রিভিউ মিটিং” অনুষ্ঠিত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গত ১৩ ও ১৬ অক্টোবর রাজধানীর মেট্রো পলিটন চেম্বার ভবনে ২টি ধাপে স্ট্যান্ডার্ড ব্যাংকের ঢাকা রিজিওনের ৩১ শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের” বিজনেস রিভিউ মিটিং” অনুষ্ঠিত হয়।

সভায় গ্রাহক ভিত্তিক ভিন্ন ভিন্ন পরিকল্পনা গ্রহণ, গ্রাহকের সাথে সম্পর্কোন্নয়ন, সঠিক ভাবে শাখা ব্যবস্থাপনা, ব্যবসায় সম্ভাবনা, ব্যাংকের শাখা ভিত্তিক ও সার্বিক ব্যবসায়িক অবস্থা- প্রভৃতি বিষয়ের উপর আলোচনা করা হয়। উক্ত মিটিং এ অনলাইনে যুক্ত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ। 

তিনি ম্যানেজারবৃন্দসহ সকলকে সফল ভাবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জন ও গ্রাহকদের সেবা প্রদানে আরো মানবিক ও দায়িত্বশীল হবার আহবান জানান। মিটিং-এ সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ। 

সভাপতির বক্তব্যে মাকসুদ ব্যাংকের ব্যাবসা পরিচালনার ক্ষেত্রে শরি‘আহ্পরি পালনে আপোষহীন হতে নির্দেশনা প্রদান করেন এবং ২০২২ সালের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা, বিনিয়োগবৃদ্ধি ও আদায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং লক্ষ্যমাত্রা অর্জনে দিকনির্দেশনা প্রদান করেন।

মিটিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেল কো মোঃ তৌহিদুল আলম খান, উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম. লতিফ হাসান, হেডঅব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি‘আহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া, এসই ভিপি ও মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী এবং এসই ভিপি ও খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: